Dr. Neem on Daraz
Victory Day

যেভাবে গোপন রাখবেন গুগল সার্চ হিস্ট্রি


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১১:৪২ এএম
যেভাবে গোপন রাখবেন গুগল সার্চ হিস্ট্রি

ফাইল ছবি

 

ঢাকাঃ গুগল ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। প্রতিনিয়ত নানা কাজে আমরা গুগলের সহায়তা নিয়ে থাকি। এ কারণে সার্চ হিস্ট্রিতে গুরুত্বপূর্ণ অনেক তথ্যের পাশাপাশি থাকে ব্যক্তিগত তথ্যও। ফলে সেগুলো গোপন বা সুরক্ষিত রাখা জরুরি।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, সার্চ হিস্ট্রি, অ্যাসিসট্যান্ট কমান্ড, ম্যাপ এবং আরও অন্যান্য সেবার সংবেদনশীল তথ্য পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখার সুযোগ দেয় গুগল। যেকেউ সহজে এই সুবিধা গ্রহণ করতে পারে।

তৃতীয় কোনও ব্যক্তির আপনার কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকলে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত অনেক তথ্য নজরে আসতে পারে তার। বিশেষ করে সার্চ হিস্ট্রিতে প্রবেশের মাধ্যমে আপনার সংবেদনশীল বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকি সহজে আপনার সম্পর্কে ধারণাও পেয়ে যেতে পারে ওই ব্যক্তি। এ ধরনের জটিলতা এড়াতে গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড যুক্ত করতে পারেন।

গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড যুক্ত করবেন যেভাবে

১.  আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশের পর ওয়েব ব্রাউজারে activity.google.com ওপেন করুন।

২. এই পেজে শুরুর দিকেই থাকা ‘ম্যানেজ মাই অ্যাক্টিভিটি’ ভেরিফিকেশনে ক্লিক করতে হবে।

৩. এবার ‘রিকয়ার এক্সট্রা ভেরিফিকেশন’ নামের অপশনটিতে ক্লিক করে ‘সেভ’ অপশনে ক্লিক করুন।

৪. আপনি অ্যাকাউন্টির মালিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এ পর্যায়ে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হবে।

৫. পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করা মাত্রই আপনার সার্চ হিস্ট্রি সুরক্ষিত হয়ে যাবে।

গুগল সার্চ হিস্ট্রিতে পাসওয়ার্ড যুক্ত করার পর আপনি যা কিছুই সার্চ করেন না কেন, সেগুলো অন্য কেউ দেখতে পাবে না। পরবর্তীতে পুরো সার্চ হিস্ট্রি দেখতে হলে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আবারও প্রবেশ করতে হবে।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে