Dr. Neem on Daraz
Victory Day

বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয় আশ্রম শান্তি মিশন।


আগামী নিউজ প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:৩৮ এএম
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয় আশ্রম শান্তি মিশন।

রাজবাড়ী জেলার,বালিয়াকান্দি উপজেলার বহরপুরের শান্তি মিশনে রয়েছে বিরল ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির ঘরিয়ালের অভয় আশ্রম। বৃহৎ আকৃতির ৪টি সহ এখানে  ২০-২৫ টি ঘড়িয়াল যা অবাধে বিচরণ করে বেড়ায় সারাক্ষণ। কখনো, পুকুরে, নারিকেল বা অন্যান্য গাছে বা বাড়ির উঠানে  দেখা মেলে এদের। সুযোগ পেলে হাঁস মুরগীর বাচ্চা শিকার আবার বড় হাঁস মুরগী ও শিকার করতে ছাড়ে না। অনুকুল পরিবেশে প্রতি বছরই এদের বংশবৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য যে, শান্তি মিশনে রয়েছে ৫৫ বিঘা জায়গায় ঔষধি উদ্ভিদের জীন ব্যাংক, দেশীয় প্রজাতির জীবজন্তু, পশু পাখি,কীট পতংগ, বিভিন্ন প্রজাতির সাপ ও জলজপ্রাণীর বায়োব্যাংক ও ইকোপন্ড। এই ধরনের উদ্যোগ দেশের আর কোথায় নাই। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ভেষজ  গবেষক, উদ্ভাবক, কবি ও লেখক ড. নিম হাকিমের দীর্ঘ ৪৫ বছরের প্রচেষ্টায় গড়ে উঠেছে  শান্তি মিশনের এই বিশাল প্রাকৃতিক ভান্ডার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে