Dr. Neem on Daraz
Victory Day

জজ কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৬:৪৪ পিএম
জজ কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

ঢাকাঃ ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে জজ কোর্ট প্রাঙ্গণে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে কোর্ট চত্ত্বরে এই ঘটনা ঘটে।

এর আগে, নির্বাচনে ২য় দিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোটকেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। 

এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনার সময় হাতাহাতি ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।


এম/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে