Dr. Neem on Daraz
Victory Day

মগজের নিউরনে মারাত্মক বিবেকঘাতক -এবিএম সাহাব উদ্দিন


আগামী নিউজ | -এবিএম সাহাব উদ্দিন প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৮:১৮ পিএম
মগজের নিউরনে মারাত্মক বিবেকঘাতক -এবিএম সাহাব উদ্দিন

মগজের নিউরনে মারাত্মক বিবেকঘাতক
-এবিএম সাহাব উদ্দিন

এ গ্রহবাসী নিদারুন কান্না দেখেছে কত জনপদে
তারা সবে হরপ্পা দেখেছে, দেখেছে মহেঞ্জোদারো আরো
কত সভ্যতার বিলীন দেখেছে, ইতিহাসে লেখা আছে সবি 
তবু এ পৃথিবী কখনো মরেনি, ধুসর হয়েছে সাময়িক
আবার ফিরেছে জীবন সহসা জীবনের নিয়মে, অবিরত ধারায়
এতটা বিচলিত দেখিনি কখনো জাতি ধর্ম নির্বিশেষে।

আজ যে পৃথিবী সংঘাতক্লিস্ট নিশ্চিত এ আমার নয়
আজ যে পরিত্যক্ত শহর নগর এ আমার দায়
অমি যেন এক বিভ্রান্ত অজানা এলিয়েন ভিন্ন 
কোন গ্রহের; অনুবিক্ষনিক এক প্রশ্নাতীত জীবানু 
যুদ্ধে করনা বা কভিড-১৯ নামে ডেকেছিলাম যাকে
দেখলাম শুনলাম বুঝলাম মূল্য চুকিয়ে তাকে।
তাই বিবেক আর মানবিকতার এই মহামারী যুগে 
কেউ মরছে নিরবতার মারাত্মক ঘাতক ব্যাধিতে
কেউ অমানবিকতার এক নির্লজ্জ সমর্থন চাদরে লুকিয়ে  
যারা মগজের নিউরনে মারাত্মক বিবেকঘাতক 
জীবানুর আক্রমনে জীবস্মৃত দুষ্ট রাজনীতিক।

সাতাত্তর বছর থেকে তুমি অবর্নীয় নির্যাতনে 
নিষ্পেশিত করছো আমাকে
সাতাত্তর বছর থেকে আমার জন্মভূমিকে করছো গ্রাস, 
গড়ছো অবৈধ বসতি
সাতাত্তর বছর আমাকে করেছো উদ্বাস্তু 
আমি পরবাসী নিজ দেশে, 
মানবেতর জীবনযাপন আমাদের; সাতাত্তর বছর থেকে প্রতিমূহুর্তে মৃত্যুর প্রহর গোনা,
আমাদের কাছে নিশ্চিন্ত শহর নগরী সোনার হরিণ। 

সাতাত্তর বছর তোমরা নির্বিচারে হত্যা করেছো আমার
প্রপিতামহ, পিতামহ এবং আমার বাবা মা নিরপরাধ সন্তান
সাতাত্তর বছর থেকে যখন তোমরা কখনো আমাদের
নিদারুন কষ্টের আর্তনাদ শুননি;না,  কেউ না 
এমনকি শুনেনি তথাকথিত বিশ্ব  বিবেক।
 
এভাবেই যখন কষ্টের সব সীমা ছাড়িয়ে গেল 
পিঠ ঠেকে গেল তোমাদের সুউচ্চ প্রাচিরে 
তখন  তোমাদের অবশ অনুভবে শেষ শক্তি দিয়ে 
একটা  প্রচন্ড ধাক্কা এবং কিছু মৃত্যুর স্বাদ দেয়া 
ছাড়া আর কোন উপায় ছিলনা এটাই ৭ই অক্টোবর ২০২৩এর সহয সত্য এবং স্পষ্ট সমীকরণ। 
এটাই মানব বৈশিষ্ট।

মানুষের বা কোন জাতিগোষ্ঠীর পাপের পেয়ালা যখন 
কানায় কানায় ভরে ওঠে তখন তার ধ্বংশ অনিবার্য । 
তোমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হত্যা করেছো অবর্ণনীয় নিষ্ঠুরতায়, সন্ত্রাসের জন্মদাতা হয়েও
শক্তি ও অপশক্তির দম্ভে স্বাধীনতার জন্যে লড়াকু হামাসকে বলছো সন্ত্রাসী, 
হায় সেলুকাস! 
যারা প্রায় দুই বছরে হত্যা করলো আমাদের সাতষট্টি হাজার নরনারী, 
পঙ্গত্ব এবং মাটির নিচে চাপা দিলো আরও লক্ষাধীক 
নিরীহ নিরস্ত্র মানুষ, তারা সন্ত্রাসী নয়, 
যারা মরলো আজ তারাই সন্ত্রাসী, 
হায় সেলুকাস!

যখন তোমরা দখলদার ভূমিদশ্যু দানব, 
নিজ  ভূমিতে শরনার্থী করেছো যাদের, 
যারা সেই ভূমির প্রকৃত মালিক, তখন তুমি সন্ত্রাসী নও,   
যখন বিশ্বশান্তি পরাহতকারী, তোমরা তখন সন্ত্রাসী নও 
যারা দূর্বল হাতে প্রতিরোধকারী, প্রতিবাদে সোচ্চার,স্বাধীনতাকামী 
তারাই সন্ত্রাসী
হায় সেলুকাস!

তোমরাই বলো এরপরও হামাস বা স্বাধীনতাকামীরা তোমাদের গালে চুমু খাবে? মৌনতায় লিপ্ত হবে? বা তোমাদের পায়ে গড়াগড়ি যাবে?

যখন তোমরা বা তোমাদের নৈতিকতা বিবর্জীত
বর্বর দোসররা বলে 
তোমাদের নাকি আত্মরক্ষার অধিকার রয়েছে! শুধু ফিলিস্তিনিদের নেই, কারণ তোমাদের কাছে তারা পশু! 
তাদের আত্মনিয়ন্ত্রনের কোন অধিকার নেই,
হায় সেলকিাস!

আমি জেনেছি যারা খুনি অপরাধী তাদের মনে সবসময় পুলিসের ভীতি কাজ করে এবং 
এরা সবর্দা পাকড়াও হবার ভয়ে থাকে, 
মৃত প্রেতাত্মারা তাদের তাড়িয়ে বেড়ায় তা  নাহলে 
এতটা পরাক্রমশালী হয়েও আত্মরক্ষার অধিকার বলে 
চিৎকার করা তোমাদের বেমানান এবং অপরাধই প্রমান করে।
পৃথিবী জেনে গেছে আজ তোমরা ঔপনিবেশিক অপশক্তি
বর্বরতম  গণহত্যাকারী , বর্ণবাদী যুদ্ধাপরাধী রাষ্ট্রযন্ত্র।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর