Dr. Neem on Daraz
Victory Day

মনোবিকারগ্রস্থ হচ্ছে কিশোর ও যুব সমাজ।


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৫:২০ পিএম
মনোবিকারগ্রস্থ হচ্ছে কিশোর ও যুব সমাজ।

ভবিষ্যৎ বংশধর, দেশ ও জাতির কর্ণধার আজকের যে কিশোর ও যুব সমাজ তাদের নিয়ে কি ভাবছে কেউ? পরিবার, সমাজ, জাতি, দেশ?? আমলারা উচ্চ পদ আর ঘুষের পিছনে, রাজনীতিবিদরা ক্ষমতা আর দুর্নীতির পিছনে, ধর্মীয় নেতারা ওয়াজ নসিহতে, বুদ্ধিজীরা টকশোতে, সমাজবিজ্ঞানীরা অর্থের বিনিময়ে গবেষণায়,আমাদের দেশ ও জাতির ভবিষ্যৎ   নিয়ে তাহলে ভাবছে কে?
কিশোর ও যুবরা খেলার মাঠে যাচ্ছে না,লাইব্রেরিতে পড়ছে না,সাতার কাটেনা,বাবা- মা, পরিবার, বন্ধু- বান্ধব আর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু ইউটিউব,ফেসবুক আর অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে মনোবিকাগ্রস্থ হয়ে পড়েছে এদের একটি বৃহৎ অংশ এবং এর প্রভাব পড়ছে সমাজে, বেড়ে যাচ্ছে অপরাধ প্রবনতা যা জাতীর জন্য মোটেও শুভকর নয়।
দেশ ও জাতির কল্যাণে আমাদের কিশোর ও যুব সমাজ কে রক্ষার্থে সবাইকে এখনি কার্যকরী পদক্ষেপ নেয়া জরুরী।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর