Dr. Neem on Daraz
Victory Day
আমার কোন ভাষা নেই -- এবিএম সাহাব উদ্দিন

আমার কোন ভাষা নেই -- এবিএম সাহাব উদ্দিন


আগামী নিউজ | আমার কোন ভাষা নেই -- এবিএম সাহাব উদ্দিন প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:১৪ পিএম
আমার কোন ভাষা নেই -- এবিএম সাহাব উদ্দিন

আমার কোন ভাষা নেই
-- এবিএম সাহাব উদ্দিন

আমার কোন ভাষা নেই আমি ভাষাহীন নির্বাক
আমার কোন আশা নেই আমি বেদম আশাহত,
আমার কোন অস্তিত্ব নেই আমি নরপশুর বলী
আশাহীন, ভাষাহীন,অস্তিত্বহীন ধারনাতীত 
কোন গ্রহাতীত অদ্ভূত এলিয়েন,ইল্যুশন মাত্র।

আমি চরম লজ্জা ও অপমানে অবনত অবশ 
অগ্নিলেলিহানে পুড়ে কালো ছাই হয়ে উড়ি
ফিলিস্তিনের ফেরারী আকাশে বাতাসে ধুয়ার কুন্ডলী, 
অদৃশ্য আকারে ঘুরে ফিরি ভবঘুরে চিলের ডানায় 
অতৃপ্ত আত্মারূপে কখনো বৃষ্টি হয়ে ঝরি 
অঝোরধারায় ঝরি দিনরাত বেদনার লোনাজলে।

নিজ ঘরে বন্দী ফিলিস্তিনের নিষ্পাপ শিশু, 
অসহায় নারী, আবালবৃদ্ধবনিতা, আমি যেন
পবিত্র ভূমিতে ভিসুভিয়াসের উদ্গিরিত উত্তপ্ত লাভা, 
গড়িয়ে যাচ্ছি ছড়িয়ে পড়ছি ক্রমশঃ রক্ত শ্রোতধারায় 
দুই লক্ষাধীক মৃত; পঙ্গু নিরস্ত্র ফিলিস্তিনীর।

আমি ভাষাহীন কারণ আমার বিবেক প্রকাশের ভাষার অধিকারের টুটি চেপে ধরা, আমি শক্তিহীন 
আমার জিহ্বা পক্ষাঘাতগ্রস্ত, এমন হত্যা 
নৃশংসতা ধারন করার ক্ষমতা ইশ্বর আমায় দেননি 
ইতিহাসে বহু গণহত্যার; জাতি নিধনের কথা 
জেনেছি,অযুত নৃশংস নিস্পেষনের কথা পড়েছি, 
আবার নিজ দেশেই গণহত্যা স্বচোক্ষে দেখেছি
আমি মসোলিনি, চেঙ্গিশ হিটলারের যুদ্ধাপরাধ, 
গণহত্যা জাতি নিধনের ইতিহাস জেনেছি 
ফিলিস্তিনের মত ইতিহাসের নির্মম পরিনতি 
প্রকাশের লেশমাত্র সক্ষমতা আমার নেই, 
অভূতপূর্ব নির্যাতন যুদ্ধাপরাধ, পরিকল্পিত 
দূর্ভীক্ষ; নিষ্পেশনের ইতিকথা  কোনকালে 
কোন ভাষা কোন সভ্যতা কোন লেখনি প্রকাশ ও 
ধারন করতে পারবে কিনা আমি জ্ঞানতঃ ভাবতে পারিনা।

যে জাতি গর্বীত নব্য হিটলার; পশ্চিমা বন্ধুদের
সক্রিয় সাহায্য সহায়তায়, মানে বন্য নীতি 
যে জাতিসমূহ মিথ্যাবাদী শয়তানের দোসর 
ইতর, যে জাতি মানেনা কোন নৈতিকতা 
অদর্শ বা মানবীক ধারাপাত, তাদের দমাতে 
শুধু কথায় চিড়ে ভিজেনা, প্রয়োজন প্রতিরোধ
মান অপমানহীন এমন সীমালঙ্ঘনকারী  বেহায়া 
জাতিসত্বার প্রতি সব অভিযোগ যত ক্ষোভ
আর প্রতিবাদের সামান্য স্বাক্ষর রেখে গেলাম 
বিশ্ববাসীর প্রতি বিশেষতঃ ভাবি প্রজন্ম ও 
অনাগত ইতিহাস পাঠকদের প্রতি যাদের 
ধিক্কার ও ঘৃনায় গড়ে উঠবে নায্য বিশ্ব  সমাজ, 
এটাই আমার বিশ্বাস অথবা সান্তনা এটুকুই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে

জাতীয় বিভাগের আরো খবর