Dr. Neem on Daraz
Victory Day

নারী দিবসে গুগলের ডুডলে সাম্যের বার্তা


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:০০ পিএম
নারী দিবসে গুগলের ডুডলে সাম্যের বার্তা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্ব নারী দিবস-২০২১ উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিশেষ এ ডুডলে ব্যবহার করা হয়েছে একটি অ্যানিমেটেড ভিডিও।

সোমবার (৮ মার্চ) প্রকাশিত এ ডুডলে দেয়া হয়েছে সাম্য ও সমতার বার্তা। হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার বার্তা।

বিশেষ এ ডুডলে সমাজে নারীদের অংশগ্রহণকে ইতিবাচকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে, পুরুষের হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। বিভিন্ন পেশায় সাফল্যের ছাপ রাখছেন তারা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস কিংবা বিখ্যাত ব্যক্তিদের স্মরণে বরাবরই ডুডল প্রকাশ করে সম্মান জানায় গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে