Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ইউটিউবের মতো চ্যানেল খোলা যাবে হোয়াটসঅ্যাপেও


আগামী নিউজ | তথ্য প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৭:২০ পিএম
ইউটিউবের মতো চ্যানেল খোলা যাবে হোয়াটসঅ্যাপেও

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। শিগগিরই চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল।

অনলাইন প্ল্যাটফর্ম ওয়াবেটা ইনফো জানিয়েছে হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য এই ফিচারটি চালু করেছে। পরীক্ষা-নীরিক্ষায় সফল হবে সবার জন্য ফিচারটি চালু হবে।

whatsappনতুন এই ফিচারটি তথ্য সম্প্রচারের কাজে লাগবে। 

ওয়াবেটের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেলগুলো স্ট্যাটাস ট্যাবের মধ্যে আলাদা আলাদাভাবে কাজ করবে। এই বিভাগটিকে ‘আপডেট বলা হবে। ভবিষ্যতে স্ট্যাটাস ট্যাবে, স্ট্যাটাস আপডেটের জন্য একটি নতুন ইন্টারফেস থাকবে। প্রাইভেসির জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহারকারীর ফোন নম্বর এবং অন্যান্য তথ্য দেখানো হবে না।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে