Dr. Neem on Daraz
Victory Day

রেডমি সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০২:১৫ এএম
রেডমি সিরিজের নতুন ২ ফোন আনল শাওমি

শাওমি রেডমি সিরিজের নতুন দুইটি মডেলের স্মার্টফোন আনল। এগুলো হলো রেডিও এ২ এবং রেডিওম এ ২ প্লাস। এই দুটি ফোনে ৬.৫২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৩ জিবি পর্যন্ত র‌্যাম, একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এগুলোর ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। 

সফটওয়্যার হিসেবে দুটি ফোনেই অ্যানড্রয়েড ১২ গো এডিশন দেওয়া হয়েছে। 

redmi

পারফরম্যান্সের দিক থেকে একটি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও প্রসেসর রয়েছে। 

দুইটি ফোনের পেছনেই ডুয়াল ক্যামেরা সেটআপ ও তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে ফোন দুইটিতে।

ফোন দুটির লুক প্রায় এক, টেক্সচার্ড ব্যাক প্যানেল রয়েছে দুইটি ফোনেই। তবে  রেডমি এ ২ প্লাস মডেলের ফোনটিতে অতিরিক্ত সুরক্ষা স্তর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার ফলে বায়োমেট্রিক অথেন্টিকেশনের সুবিধা রয়েছে ফোনটিতে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে