Dr. Neem on Daraz
independent day of bangladesh

এক চার্জে ১০৮ কিলোমিটার চলবে বাজাজের ইলেকট্রিক স্কুটার


আগামী নিউজ | তথ্যপ্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২৩, ০৭:২০ পিএম
এক চার্জে ১০৮ কিলোমিটার চলবে বাজাজের ইলেকট্রিক স্কুটার

২০২০ সালে বাজাজ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার চেতক বাজারে আনে। ব্যাটারিচালিত স্কুটারটি লুফে নেয় ক্রেতারা। এবার নতুন ফিচার্স, বড় ডিসপ্লেসহ বেশ কিছু পরিবর্তন নিয়ে প্রকাশ্যে এলো চেতকের নতুন ভার্সন। 

নতুন এডিশনে মিলবে আগের থেকে আরও বেশি রেঞ্জ। একবার ফুল চার্জ দিলে ১০৮ কিলোমিটার পথ চলতে পারবে স্কুটারটি। 

bajaj chetak

প্রিমিয়াম এডিশেনের বাজাজ চেতকের দাম ভারতে ১ লাখ ৫২ হাজার রুপি। ক্রেতাদের আকৃষ্ট করতে এই মডেলে নতুন কালার অপশন রেখেছে বাজাজ।

বাজাজের এই বৈদ্যুতিক স্কুটার কেনা যাবে ম্যাট কয়ার্স গ্রে, ম্যাট ক্যারিবিয়ান ব্লু এবং স্যাটিন ব্ল্যাক কালারে।

চেতকের নতুন ভার্সনে যোগ হয়েছে নতুন কালার এলসিডি ডিসপ্লে , ডুয়াল টোন সিট, বডি কালারের রিয়ার ভিউ মিরর ইত্যাদি। 

scooter

স্কুটারটির ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘণ্টা সময় খরচ করে। ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এই ইলেকট্রিক স্কুটারে মিলবে হিল হোল্ড অ্যাসিস্ট , কিলেস এন্ট্রি, মোবাইল ফোন ইউএসবি চার্জার। তাছাড়া মাইচেতক অ্যাপের মাধ্যমে স্কুটারের বিস্তারিত তথ্য যেমন চার্জিং স্ট্যাটাস, রেঞ্জ, লোকেশন, পার্কিং লট ইত্যাদি স্মার্টফোনেই দেখা যাবে। পাশাপাশি স্কুটারে কোনও দুর্ঘটনা হলে সেটির এলার্টও পাওয়া যাবে স্মার্টফোনে।

এসএস