Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

ইউটিউব থেকে লাখ টাকা আয়ের উপায়


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২২, ০২:০২ পিএম
ইউটিউব থেকে লাখ টাকা আয়ের উপায়

ঢাকাঃ সময়টা এখন ডিজিটাল কনন্টেন্টের দখলে। বিশেষ করে ভিডিও কনটেন্টে দর্শক প্রচুর। তরুণরা এখন ফেসবুক ও ইউটিউব ভিডিও দেখে সময় কাটান। এই ট্রেন্ডে সাড়া দিয়ে তরুণরাই আবার কনটেন্ট ক্রিয়েটর হয়ে উঠছেন। মাসে আয় করছেন লাখ লাখ টাকা। চাইলে আপনিও হয়ে উঠতে পারেন ইউটিউবার। জানুন ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে দ্রুত রোজগারের উপায়।

ইউটিউব ভিডিও তৈরি করে সবাই যে সফল হয়েছেন এমনটা নয়। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করেও মনিটাইজ করতে পারেননি। অর্থাৎ তাদের ভিডিও থেকে সেভাবে অর্থ উপার্জিত হয় না।

টার্গেট দর্শক ঠিক করুন

আপনার তৈরি কোনও ভিডিও ঠিক কোন অঞ্চলের দর্শকদের কাছে পাঠাতে চাইছেন তা ঠিক করুন। এবং সেই এলাকার দর্শকদের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। এবং তা নির্দিষ্ট সময় অন্তর আপলোড করুন।

বিষয় নির্বাচন করুন

ভিডিও তৈরির আগে সঠিক বিষয় নির্বাচন করুন। এবং শুধুমাত্র সেই বিষয়ের উপরেই ভিডিও তৈরি করুন। এর ফলে একটা বড় সুবিধা পাবেন আপনি। তা হল দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হবে না। সেই নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করুন। এর ফলে অর্থ উপার্জনও তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা।

সরঞ্জামের দিকে নজর দিন

প্রতিটি ভিডিও হওয়া উচিত ঝকঝকে এবং প্রফেশনাল। কারণ এর ফলে গ্রহণযোগ্যতা বাড়ে। ফলে ভিউ হবে অনেক বেশি। এবং দ্রুত মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকে।

দর্শকদের সঙ্গে যোগাযোগ বাড়ান

নিয়মিত ভিডিও পোস্ট করুন। ভিডিওর সঙ্গে দিতে হবে সঠিক কি-ওয়ার্ড। নিজের ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া ও নিজের ব্লগিং ওয়েবসাইটে ট্র্যাফিক নিতে হবে।

এসব উপায় অবলম্বনেও আপনি হতে পারেন সফল কনটেন্ট ক্রিয়েটর।

উল্লেখ্য, তবে সাধারণভাবে Youtube থেকে অর্থ উপার্জনের জন্য বেশ কয়েকমাস অপেক্ষা করতে হয়।

এমএম