Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়ায় গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১১:৪৫ পিএম
অস্ট্রেলিয়ায় গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ

ফাইল ছবি

ঢাকাঃ অস্ট্রেলিয়ায় নিজেদের সবচেয়ে বড় বিনিয়োগটি করতে যাচ্ছে গুগল। অথচ সে দেশের সরকারের সঙ্গে ধারাবাহিক টানাপড়নের সূত্র ধরে এ বছরের শুরুতে নিজের কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়েছিল টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গত সোমবার গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় ১০০ কোটি অস্ট্রেলীয় ডলার (প্রায় ৭৩৬ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে। অস্ট্রেলিয়ায় প্রথম গবেষণাকেন্দ্র চালুর পাশাপাশি দেশটিতে ক্লাউড কম্পিউটিং সেক্টরের বিকাশে সহায়তা করবে গুগলের এই বিনিয়োগ। বৈজ্ঞানিক গবেষণার জন্য অস্ট্রেলীয় এক সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করেছে গুগল।

এসবের মধ্যে থাকছে ‘পরিষ্কার’ শক্তি এবং গ্রেট ব্যারিয়ার রিফের সুরক্ষা সম্পর্কিত প্রকল্প। এ ছাড়া কোয়ান্টাম কম্পিউটিংয়ের গবেষণার জন্য স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারির ভিত্তিতেও কাজ করবে গুগল। অস্ট্রেলিয়ায় দুই দশক ধরে নিজেদের কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান। এতে কাজ করছে দুই হাজার অস্ট্রেলীয় নাগরিক। সূত্র : সিএনএন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে