Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

ইউটিউবারদের জন্য সুখবর


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৫:২৮ পিএম
ইউটিউবারদের জন্য সুখবর

ফাইল ছবি

ঢাকাঃ এখন থেকে মাত্র পাঁচশ’ সাবস্ক্রাইবার থাকলেই ইউটিউবে মিলবে কমিউনিটি ট্যাব। নতুন এই ফিচারের আগে অ্যাক্সেস পেতে অনন্ত এক হাজার সাবস্ক্রাইবারের প্রয়োজন হতো।

সম্প্রতি ইউটিউব জানিয়েছে, ১২ অক্টোবর থেকে পাঁচশ’ সাবস্ক্রাইবারসহ যেকোনো চ্যানেলের ক্রিয়েটর কমিউনিটির অ্যাক্সেস পাবেন। এই সময়ের আগে শুধু ডেস্কটপের চ্যানেল পেজ থেকে ডিসকাশন ট্যাব অ্যাক্সেস করা যাবে। ডিসকাশন ট্যাবটিকে রিপ্লেস করার জন্য নতুন কমিউনিটি ট্যাবটি ডিজাইন করা হয়েছে।

ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, একটি চ্যানেলের ৫০০ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর কমিউনিটি পোস্ট ক্রিয়েট করার অপশনটি প্রদর্শিত হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পাশাপাশি যে সব চ্যানেলের ৫০০ এর কম সাবস্ক্রাইবার থাকবে, তাদের জন্যও ভবিষ্যতে একটি সুখবর দেয়ার প্রতিশ্রুতি নেয়া হচ্ছে। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া।