Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

বাড়ি বসে কাজ করার দাবিতে অ্যাপল কর্মীরা রাস্তায়


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২১, ১২:০২ পিএম
বাড়ি বসে কাজ করার দাবিতে অ্যাপল কর্মীরা রাস্তায়

ঢাকা: করোনা মহামারীর পর অফিসে ফেরার ব্যাপারে আগ্রহী নন অনেক অ্যাপল কর্মী। প্রতিষ্ঠানের সিইও টিম কুককে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে ৮০ জন অ্যাপল কর্মী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, কর্মীরা তাদের সিইওকে সেপ্টেম্বরে কর্মীদের অফিসে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবতে অনুরোধ করেছেন। এজন্য ৮০ জন অ্যাপল কর্মী লিখিত আবেদন জানান।

তাদের ভাষ্যমতে “সক্রিয়ভাবে অবহেলিত” বোধ করেছেন। তারা জানান, সপ্তাহে দুইবার অফিসে কাজ করার চেয়ে বাড়ি থেকে কাজ করতের চান তারা। এ ব্যাপারে অ্যাপল টিমকে নমনীয় হওয়ার আহবান জানিয়েছেন।

দূর থেকে কাজ করায় তাদের অফিসে কোনো নেতিবাচক প্রভাব পরেছে কিনা তা-ও জানতে চেয়েছেন তারা। এছাড়াও এ ব্যাপারে কর্মীরা কী ভাবছেন তা জানতে অ্যাপলের জরিপ করা উচিত বলেও মনে করছেন অনুরোধকারীরা।