Dr. Neem on Daraz
Victory Day

হ্যাকিংয়ের বিষয়ে ব্যখ্যা দিলো ফেইসবুক


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০১:০৪ পিএম
হ্যাকিংয়ের বিষয়ে ব্যখ্যা দিলো ফেইসবুক

ঢাকাঃ বিশ্বের ৫৩ কোটি ৩০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত যেসব তথ্য হ্যাকিং হয়েছে, তার প্রক্রিয়া নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি। ব্লগপোস্টে ফেইসবুক লিখেছে, হ্যাকিং নয়; স্ক্র্যাপিংয়ের মাধ্যমে ডেটাগুলো উন্মুক্ত হয়েছে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তথ্য চুরির ঘটনাটি নিশ্চিত করে ফেইসবুক বলে ২০১৯ সালে এটি তাদের নজরে এসেছিল। তারা ‘কন্টাক্টস ইম্পোর্টার’ ফিচারের কিছু কারিগরি দুর্বলতা ঠিক করে সমস্যাটির সমাধান করেছে।

ফেইসবুক বলছে, ম্যালিসিয়াস বা ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে একটি ফিচার ভেঙে স্ক্র্যাপিং মেথডে ডেটাগুলো নেয়া হয়। স্ক্র্যাপিং হলো সুরক্ষিত নয় এমন পাবলিক ডেটা চুরির জনপ্রিয় পদ্ধতি।

ফেইসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর মাইক ক্লার্ক বলেছেন, ‘যে দুর্বলতার কারণে ডেটাগুলো সংগ্রহ করা হয়েছে, সেটি এখন আর নেই। আমরা ঠিক করেছি।’

কোনো ওয়েবসাইট থেকে কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংগ্রহ করাকে বলে মূলত স্ক্র্যাপিং বলা হয়।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে