Agaminews
Bangla Noboborsho
Dr. Neem Hakim

ডাক চেইনে বাড়বে ই-কমার্স : মোস্তফা জব্বার


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৯:৫৫ এএম
ডাক চেইনে বাড়বে ই-কমার্স : মোস্তফা জব্বার

ই-ক্যাবের অনলাইন আলোচনা সভা

ঢাকাঃ ডাক-চেইনকে কাজে লাগিয়ে দেশে ই-কমার্সের ব্যাপ্তি প্রান্তিক পর্যায়ে আরো ছড়িয়ে দেয়া সম্ভব বলে জানান মুস্তাফা জব্বার। তিনি বলেন, ‘ই-কমার্স এবং পোস্টাল সার্ভিস উভয় সক্ষমতা মিলিয়ে গ্রামীণ ই-কমার্সের ব্যপ্তি বাড়ানো যায়।’

ই-কমার্স দিবস উপলক্ষ্যে বুধবার ‘ই-কমার্স ফর লিভিং’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এই আলোচনা সভার আয়োজন করে।

মোস্তফা জব্বার বলেন, ‘ই-ক্যাব আজ এক অপরিহার্য বিষয়। ই-ক্যাব এখন ১৫০০ সদস্যের পরিবার। করোনার মতো পরিস্থিতিতে সরকারের নানা পদক্ষেপ ও ই-ক্যাবের যারা নেতৃত্বে রয়েছে তাদের ক্রমাগত প্রচেষ্টার ফসল। এত অল্প সময়ে ই-কমার্সের এই ব্যাপ্তি ও ই-ক্যাবের এই অগ্রগতি শুধু করোনার কারণে হয়নি।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেন, ‘বাংলাদেশের ই-কমার্স এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়েছে প্রবৃদ্ধির একটা উদাহরণ হিসেবে। এটা সম্ভব হয়েছে ই-ক্যাবের সম্মিলিত প্রচেষ্টা এবং এই সেক্টরের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমের কারণে।’

আলোচনায় অংশ নেন- তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, ই-ক্যাবের উপদেষ্ঠা নাহিম রাজ্জাক এমপি, আমদানি ও রফতানি অনু-বিভাগের প্রধান এএইচএম শফিকুজ্জামান, ডিজিটাল কমার্স সেল এর প্রধান হাফিজুর রহমান ও মো. ওবায়দুল আজম, বিএফটিআইর ডিরেক্টর এন্ড চিফ এক্সেকিউটিভ অফিসার।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন স্বপ্ন আজ সফল হয়েছে। মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০তম বর্ষে এসে আমরা তার সুফল ভোগ করছি। বিগত সময়ে ই-ক্যাব সেযব উদ্যোগ গ্রহণ করেছে। সবসময় আমরা সরকারের সহযোগিতা পেয়েছি এবং পাচ্ছি।’

আগামীনিউজ/জনী