Agaminews
Dr. Neem Hakim
Dr. Neem Hakim

স্বল্প মূল্যে ফোন আনছে ওয়ান প্লাস


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ০২:৪০ পিএম
স্বল্প মূল্যে  ফোন আনছে ওয়ান প্লাস

ছবি সংগৃহীত

ঢাকাঃ সব শ্রেণির গ্রাহক ধরতে এবার কম দামি স্মার্টফোন আনতে চলেছে ওয়ান প্লাস। নতুন ফোনটি বাজারে আসলে এর মডেল হবে নর্ড এন ১০০। এটি ওয়ান প্লাস নর্ডের নতুন ভার্সন।

ফোনটিতে ফোরজি কানেকটিভিটি থাকছে। এতে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। থাকবে ৪৬০ স্ন্যাপড্রাগন প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরার এই ফোনটির প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এছাড়াও বাকি ২টি ক্যামেরার একটি হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও অপরটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।


ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ৪/৬৪ ছাড়াও বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন।এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে এই ফোনটির নাম হবে ১৯৯ ইউরো।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মিড রেঞ্জ ফোন নর্ড আনে ওয়ান প্লাস। সারাও মিলেছে ভালই। তুলনামূলক সস্তায় ওয়ানপ্লাস ব্যবহারের সুযোগ হাতছাড়া করেননি অনেকেই। সেই কারণেই ফের মিড রেঞ্চ ফোন আনছে ওয়ান প্লাস।

আগামীনিউজ/জেহিন