Dr. Neem on Daraz
Victory Day

হোয়াটসঅ্যাপে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২২, ০৩:২৯ পিএম
হোয়াটসঅ্যাপে মেসেজ রিঅ্যাকশন ফিচার চালু

ঢাকাঃ এখন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে। মেটা সিইও মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

এই ফিচারের মাধ্যমে যে কোনও টেক্সট মেসেজে রিয়্যাকশন দেওয়া সম্ভব। এতদিন পর্যন্ত কোনও মেসেজে রিয়্যাকশন দেওয়ার প্রয়োজন হলে টাইপ বক্স থেকে ইমোজি সিলেক্ট করে পাঠাতে হতো। কিন্তু এবার থেকে আরও সুবিধা হবে ব্যবহারকারীদের।

বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। দিনে প্রায় কয়েক কোটি স্মার্টফোন ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করে। জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণ, এই অ্যাপে রয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা। অন্যদিকে একাধিক দুর্দান্ত ফিচার থাকায় এই অ্যাপটি ব্যবহার করতে অনেকেরই পছন্দ।

গ্রুপ চ্যাট এবং পার্সোনাল মেসেজের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এবং যে কোনও টেক্সট মেসেজের ক্ষেত্রে নতুন এই ফিচার ব্যবহার করা সম্ভব।

মেসেজে যেভাবে রিঅ্যাকশন দেবেন

মেসেজ রিয়্যাকশন ফিচার ব্যবহার খুবই সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করুন।
এরপর যে পার্সোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটে মেসেজ রিয়্যাকশন ফিচার ব্যবহার করতে চাইছেন তা ওপেন করুন।
যে মেসেজে রিয়্যাকশন অ্যাড করতে চাইছেন সেই মেসেজের উপর লং প্রেস করুন।
এরপর সেখানে মোট ছয়টি ইমোজি দেখাবে। আপনার পছন্দের যেকোনও ইমোজি রিয়্যাকশন হিসেবে দিতে পারেন।

কী কী রিয়্যাকশন দেবেন?

বর্তমানে মোট ছয়টি ইমোজি দেওয়া হয়েছে। যেগুলো মেসেজ রিয়্যাকশনে ব্যবহার করা হতে পারে। এগুলো লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ, স্যাড, থ্যাংকস।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে