Dr. Neem on Daraz
Victory Day

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে খুঁজে পাবেন যেভাবে


আগামী নিউজ | তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ১০:০৩ এএম
ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে খুঁজে পাবেন যেভাবে

ঢাকাঃ ফোন, ট্যাব কিংবা ল্যাপটপে ওয়াইফাই সিগন্যাল কানেক্ট করতে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা ফলে অনেকেই পাসওয়ার্ড ভুলে যান। তখন নতুন করে অন্য একটি ওয়াইফাই কানেক্ট করার সময় পাসওয়ার্ড দিতে সমস্যা হয়। জানুন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে বের করবেন। 

উইন্ডোজ পিসি ব্যবহারে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজবেন যেভাবে

প্রথমে Start বাটনে ট্যাপ করে Control Panel ওপেন করুন
এবার Network and Internet Settings ওপেন করুন
আপনার PC তে Windows 11 চললে Network and Sharing Center অপশন বেছে নিন

এবার Connections অপশন বেছে নিয়ে নিজের WiFi নেটওয়ার্কের উপরে ক্লিক করুন
এবার স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে Wireless Properties অপশন বেছে নিন। এর পরে Security ট্যাবে ক্লিক করুন
Show characters এর পাশে যে বাক্সটি আছে সেখানে ক্লিক করুন।

অ্যাপলের ম্যাক কম্পিউটার ব্যবহারে যেভাবে পাসওয়ার্ড খুজবেন

প্রথমেই নিজের কম্পিউটারে Keychain access অ্যাপ ওপেন করুন
সাইডবারে System অপশনে ক্লিক করুন
এবার Passwords অপশন বেছে নিন। উইন্ডোর উপরে এই অপশন দেখতে পাবেন

এবার যে WiFi নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের উপরে ডবল ক্লিক করুন
এবার Show Password অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে।
এর পরে সেখানে আপনার সিলেক্ট করা WiFi নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে