Dr. Neem on Daraz
Victory Day

মোবাইলের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১০:৪৩ এএম
মোবাইলের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে

ফাইল ছবি

ঢাকাঃ মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করতে 'ডু নট ডিস্টার্ব (ডিএনডি)' সেবা চালু করতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে। এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে 'ডু নট ডিস্টার্ব' সেবা চালু করা যায়। মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় 'ডু নট ডিস্টার্ব' সেবা।

গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হবে।

আগামী নিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে