Dr. Neem on Daraz
Victory Day

মাস্ক পরতে মনে করাবে যে যন্ত্র


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ১১:০৪ এএম
মাস্ক পরতে মনে করাবে যে যন্ত্র

ঢাকাঃ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে একটি ডিভাইস বাজারে আনছে সল্টলেকের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ম্যাকাউট'। মাস্ক পরতে ভুলে গেলে অথবা যথাস্থানে না পরলে আপনাকে মনে করিয়ে দেবে ম্যাকাউটের এই যন্ত্রটি।

ম্যাকাউটের আইটি সেলের পক্ষে বিষয়টির গবেষণার প্রধান প্রীতিময় সান্যাল জানালেন, মে মাসের প্রথমেই এটির উদ্বোধন করা হবে। প্রাথমিক ভাবে স্কুল-কলেজ-অফিস-আদালত-হাসপাতাল ইত্যাদি পাবলিক প্লেসে এটি ব্যবহার করা শুরু হবে।

প্রীতিময় সান্যাল জানান, এই প্রযুক্তি ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট সংস্থা থেকে এর 'রেজিস্ট্রেশন' করিয়ে নিতে হবে। একটি ইউআরএল লিংক ব্যবহার করতে হবে। সেটা ইনস্টল করে নিতে হবে মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপে।

এরপর, কেউ ঠিকঠাক মাস্ক না পরে আসলে সঙ্গে সঙ্গে তার ছবি উঠবে এবং যিনি এর রেজিস্ট্রেশন করিয়েছেন তার কাছে অ্যালার্ট নোটিফিকেশন চলে যাবে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে