Dr. Neem on Daraz
Victory Day

দেশের জনসংখ্যা থেকে মোবাইল গ্রাহক বেশি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১, ১১:৪৯ পিএম
দেশের জনসংখ্যা থেকে মোবাইল গ্রাহক বেশি

ছবি; সংগৃহীত

ঢাকাঃ ষোল কোটি মানুষের দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়ে গেছে। আর ইন্টারনেট ব্যবহার করেন ১১ কোটির বেশি মানুষ।

বিটিআরসির সবশেষ ডিসেম্বর মাসের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বর শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার।

এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

অপর দিকে, ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার, আইএসপি ও পিএসটিএন ৮৫ লাখ ২২ হাজার।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে