Dr. Neem on Daraz
Victory Day

‘দেশেই তৈরি হচ্ছে ফাইভ জি সেট’


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ১২:০৬ পিএম
‘দেশেই তৈরি হচ্ছে ফাইভ জি সেট’

সংগৃহীত

ঢাকাঃ ১১টি মোবাইল কারখানায় দেশের শতকরা ৬০ ভাগ মোবাইল সেটের চাহিদা মেটাতে সক্ষম বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশেও এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে। আমরা আইওটি ডিভাইস রফতানি করছি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে ব্র্যাক ব্যাংকের সঙ্গে কল সেন্টার প্রতিষ্ঠানগুলোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বাংলাদেশ ছিল আমদানি নির্ভর একটি দেশ। বাংলাদেশ এখন এই খাতের একটি রফতানি নির্ভর দেশে উন্নীত হয়েছে। প্রথম শিল্প বিপ্লব যুগ থেকে শুরু করে অদ্যাবধি শিল্প বাণিজ্যের বিকাশে ব্যাংক বড় ভূমিকা পালন করে আসছে। অর্জনগুলোকে আমরা ধরে রাখতে চাই।

মোস্তাফা জব্বার আরো বলেন, কল সেন্টার খাত শুধু ভালো ইংরেজি জানা লোকের জন্যই নয়, এ খাতে ভালো বাংলা জানা মানুষের প্রচুর চাহিদা রয়েছে। এক সময়ে আমরা ভাবতাম সারা দুনিয়াই ইংরেজি নির্ভর। কিন্তু এখনকার ও সামনের দুনিয়া হচ্ছে মাতৃভাষাকেন্দ্রিক।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে