Dr. Neem on Daraz
Victory Day

কিস্তিতে ১২.৯৯ লাখে প্রাইভেট কার


আগামী নিউজ | প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০৯:৪৭ এএম
কিস্তিতে ১২.৯৯ লাখে প্রাইভেট কার

ফাইল ছবি

অনেকের মনেই স্বপ্ন থাকে গাড়ি কেনার। আর সেই স্বপ্নপূরণ এবার আরও সহজ হলো। এবার বাংলাদেশের বাজারে মটো সলিউশন প্রাইভেট কার দিচ্ছে মাত্র ১২.৯৯ লাখ টাকায়। এটি টয়োটোর অ্যাকুয়া এস ২০১৫ মডেল।

বাংলাদেশে জাপানের এই গাড়িটি রিকন্ডিশন হিসেবে আসে। জাপানি টয়োটার কোনো মডেল নেই দেশে এর চেয়ে কম দামে। টায়োটার এন্ট্রি লেভেলের এই অ্যাকুয়া মডেলটিতে হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে তেল সাশ্রয় হবে।

দেশে রিকন্ডিশন গাড়ির রেজিস্ট্রেশন খরচ কিছুটা বেশি। গাড়িটি কেনার পর এর রেজিস্ট্রেশন করচ ১ লাখ ২২ হাজার টাকা।

১৫০০ সিসির ইঞ্জিন রয়েছে টয়োটা এই হাইব্রিড গাড়িটিতে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে, প্রজেকশন ল্যাম্প, এয়ার কন্ডিশন, অটো ডোর পাওয়ার, অটোমেটিক ট্রান্সমিশন, কি স্টার্ট, পাওয়ার স্টিয়ারিং, রিয়ার স্পয়েলার।

এই গাড়িটি কেনার জন্য লোন সুবিধা পাওয়া যাবে ৭০ শতাংশ পর্যন্ত। বাকি ৩০ শতাংশ টাকা নগদে পরিশোধ করতে হবে। ৫ মেয়াদে লোনের টাকা পরিশোধ করা যাবে। মাত্র সাত দিনের মধ্যেই মটো সলিউশন লোন পাইয়ে দেয়ার ব্যবস্থা করবে।

আগামীনিউজ/আর/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে