Dr. Neem on Daraz
Victory Day

৭টি মোটরসাইকেল উদ্ধার, দেখে নিন আপনার কোনটি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৩:৩৮ পিএম
৭টি মোটরসাইকেল উদ্ধার, দেখে নিন আপনার কোনটি

ঢাকাঃ রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকা হতে ৭টি মোটরসাইকেল ও আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার হাজী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগ শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো ইঞ্জিন ও চেসিস নং দেখে মিলিয়ে নিন আপনার কোনটি-

১। APACHE RTR মোটরসাইকেল, রেজিঃ নং-রাজ মেট্রো-ল ১১-০৪৭৫, ইঞ্জিন নং- C1H622899, চেসিস নং-
MD624HC10G2H36 348.

২। APACHE RTR মোটরসাইকেল, ইঞ্জিন নং- C12L5113344, চেসিস নং- MD624HC13F2H12155 (অস্পষ্ট).

৩। APACHE RTR ছাই রংয়ের নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল, ইঞ্জিন নং- DH2CCE87274, চেসিস নং-
MD624HC13E2C37475.

৪। পালসার ১৫০ সিসি (লাল রং) রেজিঃ নং-ঢাকা মেট্রো ল ১১-০৬৩৯, ইঞ্জিন নং- C1F4084473, চেসিস নং-MD2A11CZXCCE81084.

৫। APACHE RTR লাল কালো রংয়ের নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল যাহার ইঞ্জিন ও চেচিস নম্বর অস্পষ্ট। 

৬। YAMAHA কোম্পানির FZ-S মোটরসাইকেল, রেজিঃ নং-ময়মনসিংহ ল-১১-৫৭৪৩, ইঞ্জিন নং- G313E0153103, চেসিস নং- ME1RG442 AH0099954.

৭। পালসার ১৫০ সিসি (কালো রং) রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-২৫-৮৫৪৬, ইঞ্জিন নং- DHZWGM87380, চেসিস নং- MD2A11CZ7CWA91046.

উল্লেখিত মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নং এবং নম্বর প্লেট দেখে কারও মোটরসাইকেল চিহ্নিত হলে রমনা ৩৬ মিন্টো রোড, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আগামীনিউজ/মোরসু/এনএ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে