Dr. Neem on Daraz
international mother language day

শনিবার ফজর পড়েই পাহারা বসান, নেতাকর্মীদের নানক


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৫:২০ পিএম
শনিবার ফজর পড়েই পাহারা বসান, নেতাকর্মীদের নানক

ঢাকাঃ আগামীকাল শনিবার ঢাকায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এদিন ফজরের নামাজ পড়েই দলীয় নেতাকর্মীদের ঢাকা শহর পাহারা দিতে বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এই নির্দেশনা দেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, 'ওদের (বিএনপির) গাত্রদাহ রয়েছে, ওরা সোহরাওয়ার্দী উদ্যানে যাবে না। এত অনুনয় বিনয় করলাম, শুনলেন না। এখন কোথায় যেতে হচ্ছে, গোলাপবাগ মাঠে।'

league2

নানক বলেন, 'আমার ঢাকাবাসী ভাইয়েরা। আপনাদের আতঙ্কের কোনো কারণ নাই। আওয়ামী লীগ পাহারা দেবে। কোনো আতঙ্কের কারণ নাই। ওরা যদি কারও গায়ে হাত দেয়, ওই হাত ভেঙে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। ফজরের নামাজ পড়ে পাহারা দিতে হবে। ওরা যেন কোনো উচ্চবাচ্য করতে না পারে।'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আবদুর রহমান বলেন, 'ওই রাজনৈতিক শক্তির মধ্যে একটা রাজনৈতিক সংকট রয়েছে। সেটা হচ্ছে খালেদা জিয়া।'

আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আমাদের যদি আঙুল বাঁকা করতে হয়, তাহলে ওদের পাকিস্তান যেতে হবে। পাকিস্তানও ওদের নেবে না। তাহলে কী করতে হবে? ওদেরকে রোহিঙ্গাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে।'

এসএস