Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

সিসিইউতে খালেদা জিয়া


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ৩, ২০২১, ০৫:৩৬ পিএম
সিসিইউতে খালেদা জিয়া

ফাইল ফটো

ঢাকাঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে বেগম জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয় বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। তবে উনার (খালেদা জিয়া) অবস্থা এখন একটু ভালো মনে হচ্ছে।

গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভার কেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।

আগামীনিউজ/এএস