Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত, মামলার প্রধান আসামি গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১২:৩৮ এএম
নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত, মামলার  প্রধান আসামি গ্রেফতার

মো. মারুফ হোসেন অন্তিক। ফাইল ছবি

ঢাকাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহতের ঘটনায় সহিংসতার মূলহোতা ও প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার ব্যক্তিরনাম মো. মারুফ হোসেন ওরফে অন্তিক।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুবেল মণ্ডল নামে এক বিজিবি সদস্য নিহত হন। বিজিবি সদস্য নিহতের ঘটনায় সহিংসতার মূলহোতা ও প্রধান আসামি মারুফ হোসেন ওরফে অন্তিককে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আগামীনিউজ/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে