Dr. Neem on Daraz
Victory Day

নানা প্রলোভনের মাধ্যমে ইভ্যালি মানুষের সঙ্গে প্রতারণা করেছে: র‍্যাব


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১২:৩৫ পিএম
নানা প্রলোভনের মাধ্যমে ইভ্যালি মানুষের সঙ্গে প্রতারণা করেছে: র‍্যাব

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নানা প্রলোভনের মাধ্যমে ইভ্যালি মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়িক বিক্রি বাড়ানোর জন্য গ্রাহকের নিয়মিত প্রয়োজনীয় পণ্যকে বেছে নেয় ইভ্যালি। যেমন- মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, মোটরবাইক, গাড়ী, জুয়েলারি, ফার্নিচার ইত্যাদি। এসব পণ্যের ওপর মূল্য ছাড়ের জন্য অনেক চাহিদা তৈরি হয়। আস্তে আস্তে প্রতিষ্ঠানের ব্যাপক আকারে সায় তৈরি হয়।

খন্দকার আল মঈন বলেন, রাসেল ও তার স্ত্রীর অপকৌশল ছিল নতুন গ্রাহকদের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের দায়ের অল্প অল্প পরিশোধ করা। ‘সায় ট্রান্সফার’ এর মাধ্যমে দুরভিসন্ধিমূলক অপকৌশল চালিয়ে যাচ্ছিল ইভ্যালি।

জিজ্ঞাসাবাদে ইভ্যালির সিইও রাসেল প্রতিষ্ঠানটির হাজার কোটি টাকা দেনার কথা জানিয়েছেন বলে জানায় র‍্যাব।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করে র‍্যাব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে