Dr. Neem on Daraz
Victory Day

মেট্রোরেলের মালামাল চুরি চক্রের ১১ সদস্য গ্রেফতার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১০:১৪ পিএম
মেট্রোরেলের মালামাল চুরি চক্রের ১১ সদস্য গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীতে চলমান মেট্রোরেল প্রকল্পের কাজের মালামাল চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহআলী থানা এলাকায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৪ জানায়, গ্রেফতারদের মধ্যে মূল চোরাই দলের চার সদস্য হলেন- মোতালেব শিকদার, নজরুল ইসলাম, হাবিব উল্লাহ ভুঁইয়া ও ওয়ালীউল্লাহ ওরফে বাবু। 

এছাড়া দালাল দলের সাত সদস্য হলেন- সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস ছাত্তার, আশিক ও আমজাদ হোসেন রাজন। 

এর বাইরে চোরাই মালামাল ক্রয়কারী দুজন হলেন- মনির ও রিয়াজুল। তাদের কাছ থেকে চোরাইকৃত ৪০ টন ওজনের ১৮টি আইবীম (বাজার মূল্য ২৫ লাখ টাকা), ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, নগদ ৪ লাখ ২৩ হাজার টাকা ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে। চক্রের সদস্যরা বিভিন্ন ধাপে চুরি থেকে বিক্রি পর্যন্ত কাজ করতেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে