Dr. Neem on Daraz
Victory Day

রিয়াজুলের অভিভাবকের খোঁজ চায় পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৮, ২০২০, ০২:২৬ পিএম
রিয়াজুলের অভিভাবকের খোঁজ চায় পুলিশ

ঢাকা : রিয়াজুল (০৭) নামের এক শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৩  টায়,  মালিবাগ পেট্রোল পাম্পের সামনে স্থানীয় জনগন কান্নাকাটি অবস্থায় দেখতে পেয়ে রামপুরা থানার  টহল পুলিশের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে  থানা পুলিশ ভিকটিমের নিরাপদ হেফাজতের  জন্য  দ্রুত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসেন।

তার পিতার নাম- মোঃ নুরুল হাকিম, মাতা- মোছাঃ হামিদা আক্তার, সাং- বিমানবন্দর কোর্ট বিল্ডিং ফিসারী ঘাট, থানা ও  জেলা- কক্সবাজার। তার গায়ের রং- ফর্সা উচ্চতা-৪ ফিট ৩ ইঞ্চি। তাকে উদ্ধার করার সময় তার পরনে ছিল সাদা ও নীল রঙ্গের গেঞ্জি এবং কালো টাওজার।

এ ঘটনায় রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং-১৬৫৮ তারিখ- ২৬/০৩/২০২০।

রিয়াজুলের পিতা-মাতা বা অন্যকোন অভিভাবকের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আগামীনিউজ/সুমন/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে