Dr. Neem on Daraz
independent day of bangladesh

সাংবাদিক সাগর-রুনির হত্যাকান্ডের বিচার বিলম্বিত : সাংবাদিকরাও অনেকাংশে দায়ী


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:৩৮ এএম
সাংবাদিক সাগর-রুনির হত্যাকান্ডের বিচার বিলম্বিত : সাংবাদিকরাও অনেকাংশে দায়ী

ড. নিম হাকিম। ছবি : সংগৃহীত

সাগর রুনি দম্পতি ছিল উদীয়মান এবং প্রথিতযশা সম্ভাবনাময় সাংবাদিক। তাদের নিঃশংস হত্যাকান্ডের বিচার তো দুরের কথা তদন্ত রিপোর্ট দাখিলের মেয়াদ ১১ বছরে ৯৫ বার পিছিয়েছে। সাংবাদিক সমাজ মানববন্ধন আর স্মারকলিপি দিয়ে ক্ষ্যান্ত। বিচারের দাবিতে জোরালো কোনো কর্মসূচী দেখি নাই। এই বিচার বিলম্বতায় সাংবাদিক মহলও অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। শুনি কাকের মাংস কাকে খায় না। তাহলে এই হত্যাকান্ডের বিচারের ব্যাপারে সাংবাদিকরা জোড়ালো কোন আন্দোলনে কেন এত বছর যায়নি বা যাচ্ছে না তাও বোধগম্য নয়।