স্বঘোষিত খলিফা মুয়াবিয়া কর্তৃক তাঁর ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্তির মাধ্যমে শুরু হয় ইসলামে রাজতন্ত্র।তখনও ইহুদিরা মুয়াবিয়াকে সাহায্য করেছিল। মুয়াবিয়ার পর ইয়াজিদকেও সাহায্য করেছিল তারা। তাই আজ রাজতান্ত্রিক আরব রাষ্ট্রগুলো মুসলিম উম্মাহকে সাহায্য না করে সাহায্য করছে ইহুদিদের।
শিয়া সুন্নি বিভেদও ইহুদি আর রাজতন্ত্র পন্থীদের সৃষ্টি।