Dr. Neem on Daraz
Victory Day

যুক্তরাষ্ট্রে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১২, ২০২১, ০৪:২০ পিএম
যুক্তরাষ্ট্রে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি উবার চালক আসাদ উজ জামান রিপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  নাটোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক সমাবেশটির আয়োজন করে।

এ সময় বর্ণ বৈষম্য হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

নাটোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হামিদ হিরোর পরিচালনায় সমাবেশে ভিকটিম আসাদ উজ জামান রিপন তার ওপর হামলার লোমহর্ষক বর্ণনা দেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুনুর রশীদ ও মোহাম্মদ মজুমদার, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ ও জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী মিঠু, সহ প্রচার সম্পাদক ওবাইদুর রহমান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে