Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

পিটার হাসের বাসায় আ.লীগ-বিএনপি-জাপার নেতারা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৫:৫৬ পিএম
পিটার হাসের বাসায় আ.লীগ-বিএনপি-জাপার নেতারা

ফাইল ছবি

ঢাকাঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় গেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। রোববার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত।

জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের বাসায় একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে এই তিন দলের নেতারা অংশ নিচ্ছেন।


আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান, তামান্না নুসরাত (বুবলী)। আর জাতীয় পার্টি থেকে অংশ নিচ্ছেন সংরক্ষিত সংসদ সদস্য শেরিফা কাদের, জাতীয় পার্টি সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

জানা গেছে, বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার মেথিউ বে, ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কংগ্রেসম্যান (রিপাবলিকান) রিক ম্যাক্রোরমিক ও হাওয়াইয়ের কংগ্রেসম্যান (ডেমোক্র্যাট) এড কেইস উপস্থিত আছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির একজন অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু কে অংশ নিয়েছেন তা জানা নেই।

 

এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে