Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে, আর ছাড় নয়: কাদের


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৫:১৭ পিএম
বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে, আর ছাড় নয়: কাদের

ঢাকাঃ বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল, সেটা তারা পারেনি। এটাকে দলটির অর্ধেক পরাজয় হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামীকাল নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত। রাতে খেলা হবে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। বাংলাদেশেও খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর না।'

কাদের বলেন, 'রাত ৯টায় ব্রাজিল, রাত ১টায় আর্জেন্টিনা। খেলা তো হচ্ছে সব অপশক্তি বনাম আওয়ামী লীগের মধ্যে।'

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, 'বিএনপি আজ বলে, সরকার নাকি ভয় পেয়েছে৷ সরকার ভয় পেয়েছে? এখানে নাট্যমঞ্চ প্রাঙ্গণে সভা। আমরা পরাজিত হয়েছি? পল্টন ময়দানে, সমাবেশ আমরা করবই। এ কথা যারা বলেছিল, তারা এখন কোথায়? তাদের পরাজয় হয়েছে, অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় এখানেই।'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'আন্দোলনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাসে খেলা হবে। আগামী বছর, নির্বাচনে খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'যারা এদেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতন্ত্র গিলে খেয়েছে, যদি বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হয়, গোটা বাংলাদেশ তারা গিলে খাবে।'

কোনো কোনো মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপি স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। বিএনপি দুঃস্বপ্ন দেখছে৷ তাদের এই রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মত উড়ে যাবে।'

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, 'আগামীকাল ১০ তারিখ সতর্ক পাহারা।'

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কালাম, আহমেদ হোসেন, আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য দেন।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে