Dr. Neem on Daraz
Victory Day

নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে: মঈন খান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:১৬ এএম
নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে: মঈন খান

ঢাকাঃ আগামী ৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঢাকায় নির্ধারিত হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠা ভাগাভাগি।’

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। গণমাধ্যমে আপনারা প্রতিদিন দেখছেন এখানে ভোট ভাগাভাগি হচ্ছে। ৭ তারিখের ভোটের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ হচ্ছে। ৭ তারিখে কোনো নির্বাচন হবে না।’

বিএনপির এই নেতা বলেন, রাজধানীতে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ করা হচ্ছে। ৭ তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে। ৭ তারিখে যে কোনো ভোট হবে না সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে গেছে।

অন্যান্যবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতেন। দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর থেকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে শ্রদ্ধা জানাতেন নেতারা। তবে গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গ্রেফতার হয়ে কারাগারে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক সিনিয়র নেতা।

এরপর থেকে দলটি হরতাল-অবরোধের কর্মসূচি পালন করলেও গ্রেফতার এড়াতে বিএনপির বেশিরভাগ নেতা আত্মগোপনে আছেন। তাই বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে অল্প কয়েকজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি।

মঈন খান বলেন, ‘সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ জয়লাভ করলে, আমি সর্বপ্রথম অভিনন্দন জানাব। কিন্তু দেশের বাস্তবতা এখন ভিন্ন। আপনারা মানুষকে ভয় পান। মানুষের ভোটকে ভয় পান। সে জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা ভোট ভাগাভাগিতে এখন ব্যস্ত। এখন যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠা ভাগাভাগি। সেই কাজ আপনারা প্রকাশ্যে করছেন, আপনারা জাতিকে কলঙ্কিত করছেন। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এ নির্বাচনের প্রহসন চলতে পারে না।’

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে