Dr. Neem on Daraz
Victory Day

বস্তিবাসীকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না : তাবিথ


আগামী নিউজ | ডেস্ক নিউজ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ১২:২৪ পিএম
বস্তিবাসীকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না : তাবিথ

নির্বাচিত হলে কোনো বস্তিবাসীকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তিনি বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করে। তার পাশে কড়াইল বস্তিতে সবচেয়ে হতদরিদ্রদের বসবাস। ধনী-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদি পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীয় কড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তাবিথ এসব কথা বলেন।

উত্তরের বিএনপির এ মেয়র প্রার্থী বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয় করতে ঐক্য হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, তাতে খালেদা জিয়া মুক্তি পাবেন।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ  হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু, মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন, লায়ন রাসেল আহমেদ প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন র্যাকেট মার্কা)।

আরআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে