Dr. Neem on Daraz
Victory Day

মঈন খানকে আটক করা হয়নি: পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৪:০৩ পিএম
মঈন খানকে আটক করা হয়নি: পুলিশ

ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি।'

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এই তথ্য দেন পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান।

এর আগে বেলা দুইটার পর মঈন খানকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তি ও দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিলে অংশ নেন বিএনপি নেতা মঈন খান। উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে আয়োজিত কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

পরে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মঈন খানকে আটক বা গ্রেফতার করা হয়নি। আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি।'

এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে