Dr. Neem
Dr. Neem Hakim

আশুলিয়ায় ডাইংয়ের গরম পানিতে ৩ শ্রমিক দগ্ধ


আগামী নিউজ | হাসান ভূঁইয়া, সাভার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৯:৫১ পিএম
আশুলিয়ায় ডাইংয়ের গরম পানিতে ৩ শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা):  সাভারের আশুলিয়ায় ওয়ান থ্রেড অ্যান্ড এক্সেসরিজ বিডি লিমিটেড নামের একটি সূতা তৈরি কারখানার ডাইং মেশিনের গরম পানিতে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে ইস্ট ওয়েস্ট মেডিকেলে পাঠানো হয়েছে। 

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার মো. হেলাল (৩০), নেত্রকোনা জেলার বাসিন্দা শ্রী রঞ্জন (২৩) ও বগুড়া জেলার লিমন (২৪)। তারা সবাই ওই কারখানায় ডাইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিক আকতারুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে সুতা রংয়ের কাজ চলছিল তারা। এমন সময় বিদ্যুৎ চলে গেলে দগ্ধ শ্রমিকরা ডাইং মেশিনের মুখ খোলেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে ডাইং মেশিনের গরম পানি তাদের পুরো শরীরে ছিটকে আসে। এতে তারা দগ্ধ হয়।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে উত্তরার ইস্টওয়েস্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কত শতাংশ পুড়ে গেছে তা এখনও জানা যায়নি।