Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মেহেরপুরে বিকাশের দোকানে চুরি


আগামী নিউজ | কাজল মাহমুদ,  মেহেরপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৯:৪৬ পিএম
মেহেরপুরে বিকাশের দোকানে চুরি

ছবি: আগামী নিউজ

মেহেরপুরঃ সদর উপজেলার বারাদী বাজারে মিলন মেডিকেল হলে মঙ্গলবার (৪ মে) দুপুর ২টার দিকে ২লক্ষ টাকা চুরি হয়েছে।

দোকান মালিক মিলন জানান  দুপুরে দোকান খোলা এবং টাকার লকারে লক রেখে পাশে একটি মসজিদে হাত মুখ ধৌত ও পানি পান করার জন্য কিছু সময় বাহিরে যান এসে দেখেন টাকার লকার ভেঙ্গে ২লক্ষ টাকা কে বা কাহারা নিয়ে গেছে  । 

তিনি বলেন অপরিচিত তিনটা লোক আমার দোকানের সামনের একটি চায়ের দোকানে বসে থাকতে দেখেছেন,  এই ঘটনার খবর পেয়ে  স্থানীয় ক্যাম্পের এস আই আব্বাস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এ ব্যাপারে থানায় জিডি করেন দোকান মালিক মিলন।

আগামীনিউজ/নাহিদ