Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

মেরুল বাড্ডায় গোল্ডেন র‍্যাবের অভিযান


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০, ১১:২৫ এএম
মেরুল বাড্ডায় গোল্ডেন র‍্যাবের অভিযান

ফাইল ছবি

ঢাকাঃ রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ অভিযান শুরু করে র‍্যাব।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‍্যাব এ নিয়ে প্রেস ব্রিফিং করবে। র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযানের নেতৃত্বে রয়েছেন। তিনি আজ প্রথম আলোকে বলেন, জমির দালালি ছাড়াও অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছেন মনির। তাঁর ছয়তলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে।

আগমীনিউজ/প্রভাত