Dr. Neem on Daraz
Victory Day

পদ্মায় প্রাণে বাঁচল ৩০০ যাত্রী


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২০, ০৯:৩৯ পিএম
পদ্মায় প্রাণে বাঁচল ৩০০ যাত্রী

সংগৃহীত

মুন্সিগঞ্জঃ পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চ থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকালে জেলার লৌহজং থানার জাজিরা পয়েন্টে পদ্মাসেতুর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এমভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চটি শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল।

মাওয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক জানান, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় লঞ্চটি ডুবে যাচ্ছিল। কোস্টগার্ড সদস্যরা লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন। পরে তাদের অন্য লঞ্চে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বলেন, ‘লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল ১৫০ জন কিন্তু নেওয়া হয়েছিল ১৬৫ জন।’

আগামীনিউজ/এএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে