Dr. Neem on Daraz
Victory Day

আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো ছিল ফুটফুটে শিশুটি


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ১০:৩৬ পিএম
আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো ছিল ফুটফুটে শিশুটি

ছবি; সংগৃহীত

সাতক্ষীরাঃ জেলার কালিগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (০৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলখালী রাস্তার পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় মৎস্য চাষী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মন্ডল মৎস্য ঘেরে যাওয়ার পথে গোলখালী মহাশ্মশান থেকে ১০০ গজ দূরে আবর্জনাযুক্ত জায়গায় একটি কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতরে কান্নার শব্দ শুনতে পান। তারা এগিয়ে গিয়ে ব্যাগের ভেতরে একটি নবজাতক ছেলে শিশুকে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা নবজাতক শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, নবজাতক শিশুটি সুস্থ আছে। ৩-৪ ঘণ্টা আগে তার জন্ম হতে পারে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল জানান, বাচ্চাটি দত্তক দেয়া হবে। তবে সন্তান নেয়ায় অক্ষম, পিতা-মাতাকে আবেদন করতে হবে। শিক্ষক কিংবা সরকারি চাকরিজীবীরা অগ্রাধিকার পাবে।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে