Dr. Neem on Daraz
Victory Day

হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৩৬ পিএম
হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকাঃ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি সকাল ৯ টায় সিএন্ডবি মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের (এমএইচ) গেইটে গিয়ে শেষ হয়। 

 

মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব বলেন, 'ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনের ঘোষিত তফসিল বাতিল এবং এই অবৈধ হাসিনা সরকার পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে অবৈধ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।'

 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সেলিম রেজা, শফিকুল ইসলাম, হোসাইন রাশেদ আল বাদল, রাজিব আহমেদ, দেওয়ান আলাউদ্দিন হোসাইন, সাদমান, রফিক, রাসেল, ইব্রাহিম, সাকিব, রাকিব, জামাল, জাহিদ প্রমুখ

 

সৈকত ইসলাম/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে