Dr. Neem on Daraz
Victory Day

ভাষা শহীদের স্মরণে ২১ টি ভিন্ন ভাষায় ‘আমরা তোমাদের ভুলবো না‍‍` দেয়াল লিখন


আগামী নিউজ | কবি নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৫:০২ পিএম
ভাষা শহীদের স্মরণে ২১ টি ভিন্ন ভাষায় ‘আমরা তোমাদের ভুলবো না‍‍` দেয়াল লিখন

ঢাকাঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহিদদের স্মৃতির স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দেয়ালে পৃথিবীর ২১ টি ভাষায় চিত্রায়িত হলো "আমরা তোমাদের ভুলবো না" পঙক্তি'টি



দেওয়ালে লেখা ২১ টি মাতৃভাষা হলো বাংলা, ইংরেজি, তুর্কি, স্প্যানিশ, হিন্দি, গ্রীক, জার্মান, ল্যাটিন, ইতালিয়ান, ড্যানিস, রাশিয়ান, ফরাসি, পর্তুগিজ, বার্মিজ, জ্যাপানিজ, আইরিশ, ডাচ, বুলগেরিয়ান, চাইনিজ, কোরিয়ান ও আরবি।

ভাষার জন্য রক্তদান বাঙালি ছাড়া পৃথিবীর ইতিহাসে কোথাও নেই।১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর বাঙালিদের উপর শোষণ নির্যাতনের ধারাবাহিকতায় প্রথম আঘাত আসে বাংলা ভাষার উপর।অনেক আন্দোলন সংগ্রাম শেষে ১৯৫২ সালে রক্তের বিনিময়ে বাংলা অর্জন করে মাতৃভাষার মর্যাদা।
ভাষা শহীদের স্মরণ করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হারুন আব্দুল্লাহ খান  এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
তার এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বলেন,

"আমি মনে করি তরুণরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সৎ,দুর্নীতিমুক্ত থেকে স্মার্ট সিটিজেন হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেকে নিয়োজিত করে দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা আন্দোলন,৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা,জাতীয় চার নেতা হত্যা,স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়াসহ প্রতিটি সংগ্রাম,আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মৃতি অম্লান করে রাখতে পারে।"
তার এই উদ্যোগের তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে সিফাত হারুন বলেন,"নগরীর প্রতিটি দেয়াল আমাদের রক্ত দিয়ে অধিকার আদায়ের সমৃদ্ধ ইতিহাস এবং মাথা নত না করার কথা বলবে।পথ ভুল করা পথিককে সঠিক পথে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।"
ইতিমধ্যেই ব্যতিক্রমী এই উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে।

নাঈম আজাদ/এম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে