Dr. Neem on Daraz
Dr. Neem Hakim

কানাডায় হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১১:৩০ এএম
কানাডায় হাসপাতালে ভর্তি কবি আসাদ চৌধুরী

ঢাকাঃ একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় তাকে কানাডার টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ জুন) বিকালে টরেন্টো কমিউনিটির নেতারা হাসপাতালে কবিকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি বাকসু ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, দপ্তর সম্পাদক খালেদ শামীম প্রমুখ।

বর্তমানে আসাদ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গেছে। কবি আসাদ চৌধুরী ও তার পরিবার সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে