Dr. Neem on Daraz
Victory Day

ওমরাহ করতে গিয়ে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৩:০৯ পিএম
ওমরাহ করতে গিয়ে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি।

ঢাকাঃ পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা আবদুল মালেক মেম্বার (৭৪) ও তাসলিমা বেগম (২০)। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর সাদারচর ইউনিয়নে।

আহতরা হলেন জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার শিকার পরিবারটি এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে সৌদিতে ওমরাহ ভিসায় গিয়েছিল। তাদের নিয়ে সপরিবারে মদিনায় যাচ্ছিলেন তিনি। পথে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে