Dr. Neem
Dr. Neem Hakim

আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র  সহ-সভাপতি সংবর্ধিত


আগামী নিউজ | নওশের আলম সুমন, সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১১:৫০ পিএম
আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র  সহ-সভাপতি সংবর্ধিত

ছবিঃ আগামী নিউজ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তাহামিনা আক্তার পপি সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আজমানের স্পাইসি রেস্টুরেন্ট হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. আবুল ফজলের সভাপতিত্বে ইউএইর সাধারণ সম্পাদক মোহাম্মদ  জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী  আবু জাফর চৌধুরী।  

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য রসায়নবিদ ড. জাফর ইকবাল।

সংবর্ধিত অতিথি শুভেচ্ছা বক্তব্যে, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা স্বরণ করেন এবং বর্তমান প্রবাসবান্ধব সরকার সবসময় প্রবাসীদের সাথে আছেন বলেও জনান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতির সারজার  সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয়  কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন, বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান মানিক সিআইপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি শাফায়েত শিকদার।

এছাড়া আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন, রাস আল খাইমাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দীন মল্লিক, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরো, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন,  দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু,  শারজাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক,উম্ম আল  কোয়াইন সভাপতি  আবুল কালাম আজাদ,  রাস আল খাইমা সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ।

আগামীনিউজ/শরিফ