Dr. Neem
Dr. Neem Hakim

প্রতিদিন ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০২:২৬ পিএম
প্রতিদিন ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ঢাকাস্থ সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দেয়া হচ্ছে। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে উপহারের এ টিকা হস্তান্তর করা হয়।

এসময় ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত।

আগামীনিউজ/শরিফ